আহসান হাবীব রোমান প্রকাশিত চিত্রকণ্ঠ ডটকম নামে একটি অনলাইন সংবাদপত্রের যাত্রা শুরু হলো। মাধবদী থানা প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় দেশ/বিদেশের বস্তুনিষ্ঠ সংবাদ পরিক্ষামূলক ভাবে প্রকাশ করবে।
মাধবদী থানা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি দৈনিক মানববজমিন পত্রিকার প্রতিনিধি মো: আল-আমিন সরকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রকাশক আহসান হাবীব রোমান শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
চিত্রকণ্ঠ ডটকম এর মোড়ক উন্মোচন ও অনলাইন প্রকশনা মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন সরকার ও সাধারণ সম্পাদক খন্দকার শাহিন সহ কার্যনির্বাহীর সদস্যরা উপস্থিত ছিনে। এর আগে কঠোর লকডাউনে বিধিনিষেধ মেনে চলতে ও করোনায় করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সব শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশবাসীর মঙ্গলকামনা করা হয়।